শিক্ষার ব্যাখ্যা ও সংজ্ঞা

সাধারণ অর্থে জ্ঞান,
বিদ্যা বা দক্ষতা অর্জন
বা আহরণই শিক্ষা ।এই বিদ্যা শব্দটি
সংস্কৃত ‘বিদ’ ধাতু হতে আগত। এর অর্থ জানা বা আহরণ করা। ব্যাপক অর্থে
পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই
শিক্ষা বলে। বাংলা
শিক্ষা শব্দটি
এসেছে 'শাস'
ধাতু থেকে।
যার অর্থ
‘শাসন করা’
বা ‘উপদেশ
দান করা’,
‘নিয়ন্ত্রণ করা’ ইত্যাদি । অন্যদিকে
শিক্ষার ইংরেজি
প্রতিশব্দ এডুকেশন এসেছে ল্যাটিন শব্দ
এডুকেয়ার বা এডুকাতুম
থেকে। যার
অর্থ বের
করে আনা অর্থাৎ
ভেতরের সম্ভাবনাকে
বাইরে বের
করে নিয়ে
আসা বা
বিকশিত করা।
No comments:
Post a Comment