
ধর্ম ও নৈতিকতা পরস্পর সম্পর্কযুক্ত দুটি শব্দ । কিন্তু ড্যানিয়েল ডেন এর মতো কিছু দার্শনিক ও স্ব ঘোষিত নাস্তিকদের কাছে চরম এলার্জি। আবার আধুনিক বিজ্ঞান মনস্ক কিছু মুসলিম এর কাছে অপ্রয়োজনীয় বিষয়। যারা ইসলাম মেনে চলি, তারা আবার কুরআন না বুঝার কারণে এটাও জানিনা যে, নামাজ, রোজা, হাজ্জ, যাকাত, জিহাদ ছাড়াও এই গ্রন্থটি মানবিক নৈতিকতা ও শিষ্টাচার সমৃদ্ধ। আসুন দেখি নৈতিকতা ও শিষ্টাচার সংক্রান্ত কি রয়েছে এই কুরআনে?
** তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। ২:৪২
** তোমরা নিজেদের মধ্যে পরস্পরের ধন সম্পত্তি অন্যায়ভাবে খেয়োনা এবং শাসকদেরকে উৎকোচ (ঘুষ) দিয়ে অবৈধভাবে লাভবান হবার চেষ্টা করো না। ২:১৮৮
** যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় ক’রে নিজেদের দানের কথা মনে করিয়ে দেয় না আর (দান গ্রহীতাকে) কষ্ট দেয় না, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট নির্ধারিত আছে, তাদের কোন ভয় নেই, মর্মপীড়াও নেই। ২:২৬২ (কারও কোন উপকার করলে, তা তাকে মনে করিয়ে কষ্ট দেওয়া অন্যায়।)
** যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করা হচ্ছে এবং সেগুলো নিয়ে উপহাস করা হচ্ছে, তাহলে তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা অন্য কথায় নিবিষ্ট হয়। ৪:১৪০
** তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। ২:৪২
** তোমরা নিজেদের মধ্যে পরস্পরের ধন সম্পত্তি অন্যায়ভাবে খেয়োনা এবং শাসকদেরকে উৎকোচ (ঘুষ) দিয়ে অবৈধভাবে লাভবান হবার চেষ্টা করো না। ২:১৮৮
** যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় ক’রে নিজেদের দানের কথা মনে করিয়ে দেয় না আর (দান গ্রহীতাকে) কষ্ট দেয় না, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট নির্ধারিত আছে, তাদের কোন ভয় নেই, মর্মপীড়াও নেই। ২:২৬২ (কারও কোন উপকার করলে, তা তাকে মনে করিয়ে কষ্ট দেওয়া অন্যায়।)
** যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করা হচ্ছে এবং সেগুলো নিয়ে উপহাস করা হচ্ছে, তাহলে তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা অন্য কথায় নিবিষ্ট হয়। ৪:১৪০
No comments:
Post a Comment