Saturday, April 28, 2018

শিক্ষা ও নৈতিকতা

শিক্ষা ও নৈতিকতা

 
‘শিক্ষা’ ও ‘নৈতিকতা’ দু’টি বহুল আলোচিত ও ব্যবহৃত শব্দ। শব্দ দুটি মুদ্রার এপিঠ ওপিঠের মত। মুদ্রার ফ্রন্ট সাইড ও ব্যাক সাইড এর মূল্য যেমন সমান, ঠিক তেমনিই ‘শিক্ষা’ ও ‘নৈতিকতা’ শব্দ দুটি মানব জীবনের মনুষ্যত্ব বিকাশে সমান মূল্যবান। শুধু শিক্ষিত হওয়ার জন্য শিক্ষা মানুষের মনুষ্যত্ব প্রকাশে কাজে লাগেনা। মানবিক নৈতিকতা ছাড়া শিক্ষা কুশিক্ষার নামান্তর, যা মানুষকে পশুর চেয়েও নিম্নস্তরে নামিয়ে ফেলে। পক্ষান্তরে মানবিক নৈতিকতাপূর্ণ শিক্ষা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মৱযাদায় অধিষ্ঠিত রাখে। যে শিক্ষা মনুষত্বকে বিসর্জন দিয়ে স্বার্থপরতা, হিংসা, হানাহানি, খুন, ধর্ষণ, ছিনতাই, দূর্নীতি ইত্যাদি অনৈতিক কর্মগুলো করতে শেখায়, ঐক্যের পরিবর্তে বিভেদ বাড়ায়, আজ সে শিক্ষার প্রচার প্রসার সৱবত্র। যে শিক্ষায় বস্তু, সম্পদ, ক্ষমতা ও পার্থিব সূখই জীবনের শেষকথা তা আজ আমরা নিসংকচে গ্রহন করে যাচ্ছি। শিক্ষাকে বর্তমানে ইচ্ছাপূরণের চাবি বানিয়ে নৈতিকতার সাথে সম্পর্কহীন করে তোলা হয়েছে। আজ বিশ্বায়নের জন্য আমরা পাশ্চাত্যের যে শিক্ষা গ্রহন করছি সে শিক্ষা দর্শনগুলো আমাদের যা শেখাচ্ছে তা নিরপেক্ষ নৈতিকতা শিক্ষার নিৱযাস।  আরো পড়ুন >>>>